ছোট্ট জীবন ! দুঃখ, কষ্ট, সীমাহীন যন্ত্রণায় রাতের মতো আশ্চর্য করে তুলে !
রাত গভীর হয়, কারো কারো কষ্ট বাড়ে ৷ কেউ কেউ বেদনার ভারে নুইয়ে পড়ে৷ তবু যেন কমে না জ্বালা, কমে না যন্ত্রণা! মানুষের সীমাহীন সহ্য ক্ষমতা আছে কীনা আমি জানি না৷
কত মানুষ আছে, এক মুঠো ভাত যার স্বপ্ন! আবার এমনও অনেকে আছে হীরা মনি মুক্তাও তুচ্ছ মনে হয় ৷
প্রকৃত পক্ষে আমাদের আক্ষেপ করার কারণ নেই ৷ আমরা যে অবস্থায় আছি, আমাদের চেয়ে আরো মানবেতর দিন যাপন করা মানুষের সংখ্যাও কম না৷
ছোট্ট জীবন, বড়ই ছোট্ট !!
একটা আশ্চর্য বিষয় হলো, আমরা কেউ এই ধূলিময় পৃথিবী ছেড়ে চলে চাই না অথচ আমরা চলে যাবে৷ একটা সেকেন্ড বেশি পৃথিবীর বুকে থাকার জন্য আমরা নিভির পরিচর্যা কেন্দ্রে লক্ষ কোটি টাকা খরচ করি !
কখনো মা, কখনো বাবা নিজেদের সন্তানকে ফেলে চলে যায় ৷ কেন যায়, কোথায় যায়, কেবল তারাই জানে! অথচ একটা সন্তানের জন্য কত মানুষ কত কিছু করে! যে যা পায়, সে তার মূল্য বুঝে না৷ এক আশ্চর্য নিয়ম এটা৷
মানুষ অন্যায় করে, ভুল করে, অনুশোচনাও করে৷ শরীরে যখন তাজা রক্ত থাকে, দাম্ভিকতা আমাদের ভর করে চরম ভাবে৷ এক সময় রক্তের ক্ষমতা শিথিল হয়ে পড়ে, তখন অনেকে নিরুপায় হয়ে ভাল মানুষ হয়ে যায়, এই ভাল মানুষের প্রয়োজনীয়তা প্রশ্ন সাপেক্ষে ৷