চিরনিদ্রায় মুক্তি
কখনো কখনো জীবনটাই একটা কারাগার মনে হয়। হাজার হাজার মানুষ নীরবে ক্রন্দন করে, মুক্তি মিলে না । কখনো কখনো মহান সৃষ্টিকর্তাও বুঝি দেখেও দেখেন না ! এ যে এক অলিখিত নিষ্ঠুরতা। জীবনের এই যন্ত্রণাদায়ক অধ্যায় থেকে মুক্তি অনিবার্যভাবে প্রয়োজন। একটু ঘুমানো দরকার। চিন্তাহীন একটা ঘুম! হয়তো কোন বাঁশঝাড়ের নিচে মাটির একটু গভীরে। অথবা কোন এক মসজিদের উঠানের কোণে মাটির গভীরে, যেখানে বিরক্ত করার কেউ থাকবে না। এ যে এক মুক্তির ঘুম, মহা মুক্তির নিদ্রা। তবু জীবন থেকে মুক্তি দরকার । বেঁচে থাকাই যদি স্বার্থকতা হয়ে থাকে তাহলে তো কচ্চপ, তেলাপোকারাও স্বার্থক।