আজকের শিশু আমাদের আগামী
শিশুরাই আগামী দিনের কান্ডারী। আমরা কিছুতেই আমাদের শিশুদের জীবন নিয়ে উদাসীন থাকতে পারি না। আমাদের সব সময় শিশুদের দিকে নিন্মোক্ত বিষয় গুলোর দিকে নজর দিতে হবে।
১. সব সময় খেয়াল রাখতে হবে শিশুরা যেন পানিতে পড়ে না যায়। পানির ধারে কাছেও যেন শিশুরা না যায় আমাদের খেয়াল রাখতে হবে।
২. শিশুদেরকে রাসায়নিক পদার্থ বা প্লাস্টিক যেন মুখে না দেয়, এটা তাদের জন্য খুবই ক্ষতিকর।
৩. ছয় মাস পূর্ণ না হওয়া পর্যন্ত শিশুদেরকে মায়ের দুধ ব্যতিত অন্য কোন খাবার দেওয়া যাবে না।
৪. শিশুরা আগুন, পানি চিনে না। তারা যেন আগুনে হাত না দেয় সে দিকে মনোযোগ রাখতে হবে সব সময়।
৫. বিভিন্ন সময় পত্র পত্রিকায় আমরা খবর পড়ি যে শিশুদেরকে অসাধু লোকেরা ধরে নিয়ে যায়, সে দিকে খেয়াল রাখতে হবে এবং এমন ব্যক্তি দেখলে আইনের আওতায় দিতে হবে।