কিভাবে টাকা জমাবো?
মানুষের পার্থিব জীবনে টাকার গুরুত্ব অনস্বীকার্য। টাকা দিয়ে দুনিয়ায় অনেক কিছুই করা যায়। টাকা ছাড়া কোথাও মূল্যায়ন নাই। বউ, স্বামী, ভাই , বোন , সন্তান সকলের নিকট মূল্যায়ন পেতে হলে চাই টাকা। আপনার টাকা কেমন তার উপর নির্ভর করবে আপনার আত্মীয় স্বজন আপনাকে, আপনার সন্তানকে কিভাবে মূল্যায়ন করবে? টাকা এমন এক জিনিস যার মাধ্যমে আপনি আপন , পর চিনতে পারবেন! কাছের মানুষটার কাছে একবার টাকা ধার চেয়ে দেখুন, সে আপনাকে কতটুকু ভালোবাসে তা সহজেই অনুমেয়। আজকে আমি আলোচনা করবো মূল্যবান এই টাকা কিভাবে আমরা সহজেই সঞ্চয় করতে পারি।
অপ্রয়োজনীয় খরচ বন্ধ করে দিন: আপনার প্রয়োজন নেই এমন জিনিস ভুলেও কিনবেন না। খুব বেশী প্রয়োজনীয় না কিন্তু কম প্রয়োজন এমন জিনিসও কিনবেন না। আগে নিজেকে কিছু কেনার আগে জিজ্ঞেস করুন, যা কিনতে যাচ্ছেন তা আপনার কতটুকু দরকার। আদৌ দরকার কীনা। যদি না কিনলেও চলে তাহলে ঐ জিনিসের সমান পরিমান টাকা কোথাও জমা করুন। ভুলেও জমানো টাকায় হাত দিবেন না একান্ত প্রয়োজন ছাড়া।