স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিয়োগ দিবে ১৭৬ জন।
বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বাংলাদেশের স্থায়ী নাগরিক এ পদে আবেদন করতে পারবেন।
পদের নাম: স্টেশন অফিসার।
প্রতিষ্ঠানের নাম: ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর, সুরক্ষা সেবা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
বেতন গ্রেড: জাতীয় বেতন গ্রেড অনুযায়ী ১২ গ্রেড।
বেতন স্কেল: ১১,৩০০৳ - ২৭,৩০০৳ এবং জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী অন্যান্য সুবিধাদি ও ভাতাদি।
শিক্ষাগত যোগ্যতা:
কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোন বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি বা সমমানের ডিগ্রি অথবা ০৪(চার) বৎসর মেয়াদি স্নাতক(সম্মান) বা সমমানের ডিগ্রি।
১.শারীরিক যোগ্যতা:
(অ) পুরুষ:
উচ্চতা: ৫'-৬'' ন্যূনতম
বুক: ৩২" ন্যূনতম
ওজন: ১১০ পাউন্ড ন্যূনতম
(আ) মহিলা:
উচ্চতা: ৫'-৩'' ন্যূনতম
বুক: ৩০" ন্যূনতম
ওজন: ১০০ পাউন্ড ন্যূনতম
২. ত্রুটিমুক্ত শারীরিক গঠন
৩. অবিবাহিত
আবেদন পত্র পূরণ ও ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ২৬.০৬.২০২৩, দুপুর ১২.০০
আবেদন পত্র পূরণ ও ফি জমাদান শেষ তারিখ ও সময়: ৩১.০৭.২০২৩, সন্ধ্যা: ৬.০০
বয়স: ২৫.০৩.২০২০ তারিখে সর্বোচ্চ বয়সসীমা ৩০
আবেদন ফি: ৩০০৳
ছবি: অনলাইনে আবেদনের সময় সাম্প্রতিক (দুই মাসের মধ্যে) তোলা ছবির ৩০০*৩০০ পিক্সেলের ছবি স্ক্যান করে jpg ফরম্যাটে upload করতে হবে। ছবির সাইজ সর্বোচ্চ 100KB হবে।
স্বাক্ষর: নির্দিষ্ট স্থানে স্বাক্ষর স্ক্যান করে jpg ফরম্যাটে upload করতে হবে। স্বাক্ষর হবে ৩০০*৮০ পিক্সেল এবং সাইজ হবে সর্বোচ্চ 60KB
পদের ধরণ: নন টেকনিক্যাল
পরীক্ষার ধরণ:
১. প্রিলিমিনারি: ১০০ টি এমসিকিউ প্রশ্ন থাকবে, প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য প্রার্থী ১ নম্বর পাবেন এবং প্রতিটি ভুল উত্তরের জন্য ০.৫০ নম্বর কর্তন করা হবে।
প্রিলিমিনারি পরীক্ষার বিষয় ও নম্বর সমূহ:
বাংলা-২৫
ইংরেজি -২৫
সাধারণ জ্ঞান (বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী)-২৫
গণিত ও দৈনন্দিন বিজ্ঞান -২৫
এমসিকিউ টাইপ বাছাই পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ২০০ নম্বরের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
লিখিত পরীক্ষার বিষয় সমূহ:
বাংলা-৫০
ইংরেজি -৫০
সাধারণ জ্ঞান (বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী)-৪০
গণিত ও মানসিক দক্ষতা -৬০
আবেদনের লিংক: bpsc.teletalk.com.bd