মা
মা!
ঘরের কোণে লুকিয়ে কাঁদছে
আমার মা!
আমি অসুস্থ বলে
সারারাত শিউরে বসে ছিল
আমার মা!
খেলায় হেরে গেলেও কখনো
বুকে জড়িয়ে ধরেছেন
সে একজন ই
আমার অভাগা মা!
যন্ত্রণার চাদরে সারাটি জীবন
নিজেকে জড়িয়ে রেখেছে
সে এক অদ্ভুত মহিয়সী।
আমার অভাগী মা!
মা! ও মা!
এতো ব্যথা সইলে কেমনে মা!
আপন করেছো সব যাতনা,
আমাকে ভালো রাখার জন্য মা!
বার বার খাবার খাইতে বলতো
শুধুই আমার মা!
শত ঝামেলা ঝঞ্ঝাটের ভীরে
তোমাকে ভুলেছি মা!
কখনোই রাগ করেনি,
অভিমান করেনি!
কী অদ্ভুত এক মানুষ!
আমার মা!